
.
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এক প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কৃষকলীগ নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এতে নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে এবং আহত হয়েছেন বাড়ির মালিকের বৃদ্ধ পিতা।.
.
ভুক্তভোগী ওমানপ্রবাসী মাসুদ কামাল অভিযোগ করেন, বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলাকালে ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক রাশেদ আলম, তার ভাই বিএনপি কর্মী জসিম উদ্দিন ও তাদের পিতা মমিনুল হক লোকজন নিয়ে তার বাবার ওপর হামলা চালায়। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের সেন্টারিং কাঠামোসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ভাঙচুর করে কাজ বন্ধ করে দেয়।.
.
প্রবাসী মাসুদ কামাল বলেন, “২০১৯ সালে বেগম শামসুন্নাহার থেকে জমিটি কিনি এবং ২০২০ সালে একতলা ভবন নির্মাণ করে ভাড়া দিই। এখন দ্বিতীয় তলার কাজ শুরু করতেই তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেবে বলেও হুমকি দেয়। পরদিন তারা আমার বৃদ্ধ বাবাকে পিটিয়ে জখম করে এবং সেন্টারিং খুলে ফেলে।”.
তিনি আরও বলেন, “এই ঘটনার পেছনে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার মাসুদ আলম মদদ দিচ্ছেন।” ভুক্তভোগী এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।.
.
এ বিষয়ে অভিযুক্ত রাশেদ আলম বলেন, “চাঁদা দাবি করিনি। ঐ জায়গায় আমাদের জমি আছে বলে কাজ বন্ধ করতে বলেছি।” তবে মারধর ও ভাঙচুরের অভিযোগ এড়িয়ে যান তিনি।
অপর অভিযুক্ত মমিনুল হক ও জসিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।.
স্থানীয়রা জানান, জমির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতে নিষ্পত্তির কথা। কিন্তু চাঁদা দাবি করে নির্মাণকাজে বাধা দেওয়া ও হামলার ঘটনা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।.
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, এবিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: